গ্রহরত্নে বিশ্বাস করেন? চুনি, পান্না, নীলা কিনেছেন?একটু সাবধান হন! জিএসআই এর ভূতত্ত্ববিদরা সতর্ক করে বলছেন, প্রাকৃতিক বর্ণহীন পাথরকে রঙের ডাই দিয়ে বা ট্রিটমেন্ট করেই এখন চুনি, পান্না, নীলা বলে বাজারে চালাচ্ছে অসাধু ব্যবসায়ীরা ৷ প্রকৃত রঙের সঙ্গে ফারাক খুঁজে পাওয়া এখন খুবই কঠিন ৷ ভূতত্ত্ববিদদের ভাষায় এই কৃত্রিম রত্নকে বলা হয় ডাই জেম৷ এই ধরনের সিন্থেটিক রত্ন তৈরি করার খরচও খুব বেশি নয় ৷ আপনি রত্ন কেনেন নাাকি ?
Nice post
উত্তরমুছুন