আবার চাগাড় দিলো পৃথিবী ধ্বংসের খবর। গতি বাড়িয়ে পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিরাট গ্ৰহাণু 'অ্যাপোফিস'। এই আশঙ্কা করছেন 'ইউনিভার্সিটি অফ হাওয়াই ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমি' এর জ্যোতির্বিজ্ঞানীরা। তাঁদের দাবি, যে গতিতে গ্ৰহাণুটি ধেয়ে আসছে তাতে ২০৬৮ সালে ধাক্কা লাগবে পৃথিবীর সঙ্গে। এর ধ্বংস ক্ষমতা হিরোশিমায় ফেলা পরমাণু বোমার ধ্বংসের ক্ষমতার ৬৫,০০০ গুণ। ২০০৪ সালে আবিস্কার হয়েছিল এই গ্ৰহাণুটি।
Best of luck
উত্তরমুছুন