যষ্টিমধু নামটি প্রায় সকলের কাছেই চেনা। এর উপকারিতা গুলো কি জানেন? যষ্টিমধুর গ্লাইসিরাজিন বিষাক্ত পদার্থের কবল থেকে লিভারকে রক্ষা করে। গ্লাইসিরাইটিনিক অ্যাসিড টিউমার সৃষ্টিকারী 'এপস্টাইন বার ভাইরাস' এর কার্যকারিতা প্রতিহত করে। যষ্টিমধু তরল আকার কফ বের করে দেয় এবং কাশি ভালো করতে পারে। যষ্টিমধুর গ্লাইসিরাইজিক অ্যাসিড মাস্টকোষ হতে হিস্টামিন নিঃসরণ কমিয়ে অ্যালার্জি প্রতিরোধ করে।
Good
উত্তরমুছুন