Type Here to Get Search Results !

কৃষ্ণ না রাম, বাড়িতে কোন তুলসী রাখবেন?

0

 কৃষ্ণ তুলসী- কৃষ্ণ তুুলসী হয় গাঢ় সবুজ । এর পাতা ও কান্ড দুইয়ের মধ্যেই বেগুনী রঙের আভা থাকে বা পাতায় ও কান্ড-এ একটু কালচে ভাব থাকে । এই তুুলসীর পাতা খুব একটা বড়ো হয় না । কৃষ্ণ তুলসী একটু গরম প্রকৃতির । 


রাম তুলসী- রাম তুলসীর পাতা ও কান্ড হালকা সবুজ হয়, গাঢ় সবুজ হয় না । এই তুলসী সাধারণত ঠান্ডা প্রকৃতির হয় । বাড়িতে রাখার জন্য কৃষ্ণ তুলসী অত্যন্ত শুভ ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Top Post Ad

Below Post Ad