মধ্যপ্রদেশে একসাথে ৭ টি ডায়নোসরের ডিমের ফসিল পাওয়া গেলো । প্রায় ৬৫ মিলিয়ন বছর পুরনো হতে পারে এই ডিমগুলো । মনে করা হচ্ছে এই ডিমগুলো সম্পূর্ণ এক আলাদা প্রজাতির ডায়নোসরের ।
প্রায় ২.৫ কেজি ওজন এই ডিমগুলির । প্রশান্ত শ্রীবাস্তব নামের এক স্কুল শিক্ষক প্রথম এই ডিমগুলো আবিষ্কার করেন মন্ডলা জেলায় । তারপর তিনি প্রত্নতাত্ত্বিক বিভাগে খবর দেন ।